বহুদিন আগে, নয় কোন অভিমান নয় কোন রাগে,
এক পা, দু পা, তিন পা করে চলে গিয়ে আবার ফিরে আসা।
চাই নি কোন অধিকার, না ফেরত চেয়েছি ভালোবাসা।
কিছুই চাই নি, ইচ্ছে করেও তোমাদের ঘরে যাই নি।
ভুল করে আসা যাওয়া, অধিকারের মৃত্যদেহ হাতড়ে পাওয়া।
সমাধিটা পোস্তা করে দিয়েছি,মনে বয়ে চলেছে ঝড়ো হাওয়া।
জানি ঝড় যাবে থেমে, চোখের নদী বেয়ে জল আসবে নেমে
স্রোতে গতিপথ পাল্টাবে, ঠুনকো সম্পর্ক কাচের মত যাবে ভেঙ্গে।
সম্পর্কটা টিকিয়ে রাখার তরে কতো ছল চাতুরী কতো চেষ্টা,
অভিমানের গা বেয়ে, ঘৃণারা দলে দলে আসছে ধেয়ে
কেড়ে নিয়ে চলে যাচ্ছে, ঘৃণা থেকে ক্রোধে মিশেছে শেষটা।
সবই থাকবে, কেউ কেউ ভুলে যাবে কেউ কেউ মনে রাখবে
ক্ষতি যা হবার হয়ে গেছে, অভিমানটাই শুধু রয়ে গেছে।
মনে গেছে দাগ কেটে, তবুও চলেছি খালি পায়ে রাস্তায় হেটে,
নিদ্রালয়ে রয়েছে বিছানা পাতা,
নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি একটা কাথা।
ভুলেই যাবো সব, ছেড়ে যাবো তোমাদের এই ঘর
গায়ে জড়াবো, আতরের গন্ধ ছড়াবো
তারপর অবসর।
মোল্লাপাড়া, মণিপুর
২৯/০৩/২০১৬