কমপ্লেইন এর বাংলা মানেটা ভুলে গেছি,
নালিশ করা হবে মনে হয়।
নালিশ করা ছাড়াও আরেকটা ভালো অর্থও আছে,
সেটাই মনে পড়ছে এখন।
অথচ এখনই শব্দটার ব্যবহার অত্যন্ত জরুরী ছিলো।
যখন যেখানে যেটা বলার প্রয়োজন,
সেখানে পুরো উল্টোটাই বলে আসি।
বুকের কথা মুখ ফুটে বলা হয় না।
তবুও জেনে রেখো, আমি তোমাদেরই কেউ।
আমি তোমাদের সবার। আমি কারো ব্যক্তিগত অনুচর নই!!!
আমার কেউ থাকুক বা নাই থাকুক।
আমি একলাতেও যা, সবার ভিড়েও তা।
কার কাছে নালিশ করবো!!!
হাকিম তো এক কান দিয়ে শোনে,
ঐ নালিশ ফালিশ করে লাভ নাই।
তার চেয়ে কমপ্লেইনটা নিজের পকেটেই রাখি।

২৭/০৩/২০১৬