ছাব্বিশকে ছাব্বিশ টুকরো করে দেখি,
ত্রিশ লক্ষ প্রাণের আর্তনাদ,
দুই লক্ষ মা বোনের আহত চিৎকার।
রক্তে লালচে হয়ে যাওয়া নদীর বুকে
ভেসে চলা সারিবদ্ধ লাশ।
ছাব্বিশকে ছাব্বিশ টুকরো দেখি,
একটাই নাম লেখা " স্বাধীনতা"
ধন মান প্রাণ সব এক পাশে রেখে
অন্যপাশে কেবলই শুনি স্বাধীনতা চাই,
নয় মাস কেন, নয় যুগ পার করে দেবো।
ছাব্বিশকে ছাব্বিশ টুকরো করে দেখি
স্বাধীনতার গায়ে এখনো রক্ত
থোকায় থোকায় লেগে আছে রাজপথে
গ্রামে শহরে অলিতে গলিতে,
গলিত লাশের বীভৎস গন্ধ।
ছাব্বিশকে ছাব্বিশ টুকরো করে দেখি,
এখনো সমাজে ঘোরে রাজাকার,
বুক ফুলিয়ে শাসন করে আলবদর।
সেই দিনের সেই মা বোনের ইজ্জত হরণকারী
ধর্ষক এখনো জীবিতই রয়ে গেছে।
ছাব্বিশকে ছাব্বিশ টুকরো করে আরো যা যা দেখি,
স্বাধীনতার ঠিক উল্টো পিঠ, একাত্তরের আগুন
এখনো জ্বলছে ঘরে ঘরে অগ্নিকান্ড হয়ে।
পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে চারপাশ,
তৃতীয় কেউ চুপিসারে ঢেলে যাচ্ছে পেট্রোল।
ছাব্বিশ চিৎকার দিয়ে বলছে,আমরা আজো পরাধীন।
মোল্লাপাড়া, মণিপুর
২৩/০৩/২০১৬