সম্পর্কের মূল্য কত?
প্রতিযোগিতার বাজারে।
রক্তই যেখানে সবচে বেশি,
রক্তপাতের জন্ম দেয়।
অভিমানের সঠিক মূল্যায়ন
কজনে করে বা জানে,
অনধিকার চর্চা যেখানে অভ্যাস
বিবেক বোধ রোজই তো খুন হয়।
বাক বিতণ্ডা মন কষাকষি,
কিছু সম্পর্কের অপমৃত্যু,
অনেক দিনের আপন জন,
গোপনে গোপনে হয় শত্রু।
অবিশ্বাসের চার দেয়ালে,
অতন্দ্র প্রহরায় বেড়ে উঠা সত্ত্বা,
রূঢ় আচরণ যেখানে স্বাভাবিক,
সেখানে মিছেমিছি কষ্ট পাওয়া,
দু এক বেলা উপোষ করা,
অশ্রুতে কাজলের লেপ্টে যাওয়া।
একেবারেই মূল্যহীন নয় কি?

মোল্লাপাড়া, মণিপুর
০২/০২/২০১৬