হটাৎ বিকট একটা আওয়াজ,
তারপর কিছু কাকের উড়াউড়ি।
কা কা শব্দে মুখরিত চারিপাশ।
কাক ডাকা শহরের স্যাঁতসেঁতে পিচ্ছল ফুটপাত।
এত রক্ত !!! এত খন্ড বিখন্ড শরীর !!!
চিৎকার, আর্তনাদ কান্নার রোল।
মর্গে লাশের স্তুপ,
প্রিয় মানুষের লাশ সনাক্ত করতে ব্যর্থ আপন জন।
অবশেষে হিন্দুর দেহাবশেষও ঠাই পায় গোরস্তানে।
একটা বিস্ফোরণ কিছু হাসিমুখ নিয়ে চলে যায়,
ফ্রেম বন্দি হয়ে মুখটা শুকনো ফুলের মালা পরে গলায়,
দেয়ালে ঝুলে থাকে স্মৃতি হয়ে আজীবন।

মোল্লাপাড়া, মণিপুর
১৫/০২/২০১৬