কিছু শব্দ কিছু ছন্দো,
যেন তাজা ফুলের গন্ধ,
নতুন কোনো সুর।
কিছু লতা কিছু ফুল,
হারিয়ে পাওয়া কূল,
সৌন্দর্যময় সুমধুর।
কিছু পাখি কিছু গান,
মুমূর্ষু কোনো প্রাণ,
জেগে উঠা ভোর।
কিছু স্বপ্ন কিছু কষ্ট,
বৃথাই চরিত্র নষ্ট,
অপেক্ষার শেষ প্রহর।
কিছু ভাবনা কিছু রাত,
কাক ডাকা প্রভাত,
হিসেবে রয়ে যায় গড়মিল,
কিছু শোক কিছু কান্না,
যেন পাহাড়ি ঝর্না
শুকনো মরুর বুকে বিল।
কিছু সান্ত্বনা কিছু সুখ,
লুকিয়ে দেখা প্রিয়মুখ,
বিবর্ণ ফ্যাকাসে ঠোট।
কিছু হাসি কিছু মায়া,
গোপনে মাড়ানো ছায়া,
নিশ্বাসে বোকামির জোট।
কিছু আগুন কিছু ধোয়া,
স্বপ্ন গুলো যায় খোয়া,
নীরবে পোড়ে মন।
কিছু ঘাস কিছু মেঘ,
থেমে যাওয়া গতিবেগ,
অসময়ে তুমুল বর্ষণ।
কিছু ভুল কিছু পাপ,
আজো করে অভিশাপ,
মেলে না যুক্তি।
কিছু মুখ কিছু চোখ,
নতশিরে অপলক,
খুঁজে বেড়ায় মুক্তি।
১৯/০১/২০১৬