কি লিখবো দাদা, মধ্য রাতের বিক্ষিপ্ত ভাবনা,
আর এলোমেলো মন।
কেনো বারে বারে আসে ফিরে,
হারিয়ে যাওয়া প্রিয়জন।
জানে না সে, যদি কাছাকাছি আসে,
টান লাগে কিসে,
ভালোবাসা ঘুমায় বুকের কবরে,
শুকিয়ে যাওয়া গহীন তলদেশে।
জোড় হয়েছে বিজোড় আজ দুই থেকে তিন,
তিনে মিলে রঙ্গীন হোক তার আগামীর দিন।
আমারো হবার কথা ছিলো,
না হয়ে বেশ ভালোই হলো,
একেই আছি বেশ।
একা এসে একাই যাবো,
কিসের মায়া কিসের সন্নিবেশ।
বাঁধন ছিড়ে যাচ্ছে আবার কেউ,
কারো বুকে দেখি বিচ্ছেদী ঢেউ।
কেমন করে হচ্ছে দেখো আপন পর,
আপন করে তাই বাধি না ঘর।
আপন যদি পর হয়ে যায়,
আর পর হয়ে যায় আপন।
পর আছিস পরই থাক,
কেনো হবি প্রিয়জন।
নিজের কথা ভেবে কি আর
সংসার জীবন চলে,
বিয়ের পরে জীবন বদলায়
গুরুজনে বলে।
অত কিছু বুঝি না দাদা, গোমূর্খ আমি,
সন্ন্যাসী হয়ে না জানি কবে রাস্তায় নামি।
বিয়ে শাদি ওসব থাক,আপনি করেছেন ভালো,
সঙ্গী ছাড়া বেশতো আছি,রাতেও জ্বেলে আলো।
চিন্তা করে চোখের ছাউনি
কেনো করছো কালো
একাকী জীবনের আত্মকাহিনী
হৃদয় প্রদীপ জ্বালো
থাক না আজ এসব কথা,
সময় বলে দেবে সব।
বাজবে সানাই ধানাই পানাই,
করবো না হয় উৎসব।
১৯/০১/২০১৬
বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই শ্রদ্ধেয় গুরুজন, কবি শাহপরান মুন্সী কে। তার সার্বিক মঙ্গল কামনা করি।