আমি হাটতে পারি পথ, পাথর ঠেলে
ভিজতে শিখেছি জলে ঝড় বৃষ্টি এলে।
সঙ্গীহীন বেরুতে পারি নিরুদ্দেশ যাত্রায়,
স্বপ্ন ভেঙ্গেচুরে গড়তে পারি ভিন্ন মাত্রায়।
ধরতে পারি বাজি নিশ্চিত হার জেনে,
বিশ্রী সত্য হাসিমুখে নিতে পারি মেনে।
ভুলেছি মায়া, পিছুটান করেছি জয়
রেখে যাবো কিছু সৃষ্টি নশ্বর ধরায়।
সেজেছি তোমাদের মত, এসেছি ফিরে
ফের হারাতে নিজেকে তোমাদের ভিড়ে
অভিক্ষিপ্ত তীক্ষ্ণ দাঁতে কেটে মায়াজাল,
বেড়াবো ইচ্ছেমত, চক্ষু করিবো লাল।
বাঁধনে বাঁধে মোরে,নেই এমন জন
শেষ যাত্রায় যেদিন করিবো ভ্রমণ।
০৭/০১/২০১৫