ভাবি নাই এমন পড়িব এসে
হুট করিয়া না ফিরিবার দেশে
সাদাথান মুড়িয়া মুর্দার বেশে,
দুই দিনের দুনিয়ায় শুধুই যাযাবর
কে আমারে ছাড়িয়া যাইবার পর
আপন হইল মাটির এই ছোট্ট ঘর।
বাড়ি গাড়ী গহনা কড়ি
ছিল কত কিছুর ছড়াছড়ি
আজি কেন করো তড়িঘড়ি,
কেমনে দিবা আমায় আজ কবর
কে আমারে ছাড়িয়া যাইবার পর
আপন হইল মাটির এই ছোট্ট ঘর।
আতর লোবান গরম পানি
ওপার দেয় আমায় হাতছানি
আপন মুখ আজ কাঁদিবে জানি,
আসিল আজ এ কেমন ঝড়
কে আমারে ছাড়িয়া যাইবার পর
আপন হইল মাটির এই ছোট্ট ঘর।
সময় বুঝি খুউব অল্প ছিল
কোন স্রোতে আজ গাও ভাসিল
এমন মায়া কে লাগাইয়া দিল,
অচিনপাখি কোন বনে শূন্য করিয়া অন্তর,
তুই আমারে ছাড়িয়া যাইবার পর
আপন হইল মাটির এই ছোট্ট ঘর।
১৯/০৬/২০১৫