জিজ্ঞেস করি যদি ভালবাসো আমায়?
তুমি কি খুব রাগ করবে, নাকি
আমাকে জড়িয়ে ধরে বলবে,ভালবাসি
মাখামাখি করে বাঁচতে চাইবে বহুবার,
কেবলই আমার বুকে খুঁজে বেড়াবে সুখ
তোমার বুকে একটু ঠাঁই পেলে
মাথার নরম বালিশ ছুড়ে দেবো দূরে
রঙ হারিয়ে তোমাতে মিশে যাব বহুবার
কেমন করে ভালবাসবে,এমন করে বুঝি
মনের মাঝে বুঝি শুধুই আঁকবে আমায়
নত চোখে তাকাবে একটু লাজুক হেসে।
লাল হয়ে উঠবে তোমার ফরসা মুখ
গেলে চোখের আড়ে কেঁদে ভাসাবে বুক।
ভেবনা খুব দূরে আছি তোমার থেকে
বছর গুনে নয় প্রতিমুহূর্তে ছুটে আসব,
না দেখে তোমায় ব্যাকুল হৃদয় নিয়ে।
আবার যেদিন ফিরে আসব ফের,
বাসব ভাল খুব বেশি করে সেদিন
রবে না তো লজ্জায় আড়ালে লুকিয়ে?
প্রেম আমার জমাট বেঁধে আছে বুকে
মন পাতো মনে, তুমি শুনতে পাবে।
ক'দিন আগে যেভাবে বুকে মাথা রেখে শুনতে,
রঙিন স্বপ্ন বুনতে আমায় দেখে দেখে
তেমন করে চোখে আরেকটি বার চোখ রাখো
বদলাও নি একটুও, আগের মতই আছো
অমন লম্বা নিশ্বাস আর ফেলো না প্রিয়া
ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তোমার একটি দীর্ঘশ্বাসে বুক।
০৯/০৬/২০১৬