দিবানিশি বুকের ভেতর যে আগুন জ্বলে,
ভেবেছিলাম তুমি কাছে এসে,
ফু দিয়ে তা শীতল করে যাবে।
তুমি আসলে ঠিকই, ফুঁৎকারও দিলে,
তবে আগুন নেভাতে নয়।
যে আগুন নিভু নিভু করে জ্বলছিল,
তোমার এক ফুতে তা দাউদাউ করে উঠল!!!
তারপর যা হল,কলিজা পুড়ে কয়লা
আর অন্তর পুড়ে ছাই।
ওগুলো যত্ন করে তুলে রেখেছি, মাজন বানানো বলে।
তোমার টুথপেষ্ট ফুরিয়ে গেলে এসে নিয়ে যেও।
তবুও তোমার উপকারে,
আমার অন্তর পোড়া ছাইটুকু
যদি স্বার্থকতা খুঁজে পায়।

                              ২৪/০৬/২০১৫