সখ গুলোর গায়ে আমার এক দুরারোগ্য ব্যাধি,
অসুখে মুখ লুকিয়ে তাই আঁধারে আমি কাঁদি।
কষ্টের সেই ছবিখান বৃষ্টি শেষে রামধনুতে আঁকি,
ও পোড়া আঁখি, তোর কিচ্ছা যে পুরোটাই বাকি।
আঘাত নিয়ে দিলে আমি সেজেছি আজ ঘাতক,
আমি এক জোছনা চাতক, আমি এক জোছনা চাতক।।
স্বপ্ন গুলোর গায়ে আমার মরিচায় বেধেছে বাসা,
দুঃস্বপ্নে বিভোর হয়ে তাই জোছনা তলে আসা।
স্বপ্ন পোড়া ছাই গুলো সব কোন আধারে রাখি,
ও পোড়া আঁখি, তোর কিচ্ছা যে আধাটাই বাকি।
দুঃখের তবলা বাজিয়ে আমি সেজেছি আজ বাদক,
আমি এক জোছনা চাতক, আমি এক জোছনা চাতক।।
স্মৃতি গুলোর গায়ে আমার বিঁধেছে এক কাঁটা,
বিস্মৃতির হাত ধরে তাই উল্টো পথে হাটা।
তুই বিহনে একলা মনে কেমনে বল থাকি,
ও পোড়া আঁখি, তোর কিচ্ছা যে পোয়াখানি বাকি।
জটাচুলে আমি সেজেছি আজ মস্ত বড় সাধক,
আমি এক জোছনা চাতক, আমি এক জোছনা চাতক।।
পুণ্য গুলোর গায়ে আমার কে লাগাইলো কাদা,
পাপে পেছন ছাড়ে না তাই সোজা পথে বাধা।
চক্ষু বুইজা দেখি আমি,পরাণ পাখি দিয়া গেছে ফাঁকি,
ও পোড়া আঁখি, তোর কিচ্ছা যে নাইরে আর বাকি।
মঞ্চে উঠার আগেই দেখি ফুরিয়ে গেল নাটক,
আমি এক জোছনা চাতক, আমি এক জোছনা চাতক।।
২২/০৬/২০১৫