বাদল দিনে আদুল গায়ে তুমি এসো
বসে মনে ক্ষনে ক্ষনে শুধু ভালো বেসো
লিখবো কাব্য রাখবো মনে অকারণে,
রমনী তুমি ধমনী মাঝে শিরা কোণে।
বিলাবো প্রেম গাঁথবো মালা তা'র তরে
শাড়িচুড়ি ছাড়াই এসো আমার ঘরে।
লন্ঠন হাতে নিশুতি রাতে তুমি এসে
দুধেভাতে একসাথে থেকো মিলেমিশে।

ধরো হাত চলবো অবাধ বন্ধুর পথে
দুই মন এক হবে অমাবস্যা রাতে।
ইচ্ছের দেশে ভালবেসে মেলবো ডানা
টানা দোটানা মন মিলাতে নেই মানা।
খাম খেয়ালি হলে হেয়ালি এই রাতে
বদনাম হলে হবে, ক্ষতি নেই তাতে।

২৬/০৬/২০১৫