কি বোঝা যে চাপালে আমার কাধে,
দূরে যেতে চাইলে শক্ত বাধনে বাধে।
দিন যায় যত বোঝা ভারি হয় ততো,
ঝাঁকুনি লাগে দেহে মাথা করি নতো।
কেন আসো কেন যাও অযথা ভাবাও,
ভাবনার ভিড়ে এসে আবার হারাও।
ধরা দিয়েও তুমি কেন থাকো অধরা,
ভাবনা গুলি তাই বেচে থেকেও মরা।

পথেঘাটে খোলামাঠে খুঁজি কারে রোজ,
কাঁধের বোঝা নিভৃতে ভারি হয় রোজ
এ বোঝার ভার বহন করা বড় দায়,
নিজ পরিচয় মেলে স্বীয় কবিতায়।
সুশীল ভাবনা আর খোলা মন যার
সেই পারে বইতে এ কবিত্বের ভার।

২৯/১২/২০১৫