সারাক্ষণ অকারণ ভেবে চলে মন,
রাত আছে নিদ নাই কোথা বিচরণ।
ক্ষণেক্ষনে মনেমনে কত কি যে ভাবি,
নত শিরে ভবো তীরে রেখে যাই দাবী।
অকারণে অপবাদ মাথা পেতে নেই,
কালের নায় অবেলায় চড়েছি যেই।
রণে বনে অকারণে ছুটে চলি রোজ,
নব সাজে যদি আসে করে যাই খোঁজ।

ভেবে কাটে রাত আবার আসে প্রভাত,
বেলা যায় পাড়া ঘুমায় ফুরায় রাত।
চলে যায় সব বন্ধ হয় কলরব,
লেনদেন চুকিয়ে ছাড়িবে এই ভব।
মন তবু চায়,আশা যে নাহি ফুরায়
নতুনের আহবানে আখেরি বিদায়।

২৬/১২/২০১৫