কে জানে কোন পাষন্ড করে গেছে পাপ,
নিষিদ্ধ পাড়ায় জন্ম,ছিলোনা মা-বাপ।
সে ছেলেটির কোন নাম ছিলোনা তাই,
টোকাই বলেই তারে ডাকতো সবাই।
পৌষ মাঘের হাড় কাঁপানো সেই রাতে,
থরথর করে কাঁপে ভেজা ফুটপাতে।
কেউ দেয়নি তারে এতোটুকু আদর,
গায়ে জড়ায় নি পুরনো কোনো চাদর।
ছোঁয়না তারে কেউ আদুরে দুই হাতে,
প্রশ্ন করেনা কেউ পেট ভরেছে ভাতে?
খালি পেটে পথে হেটে দিন কাটে তার,
ঠাঁই মেলে না রাতে একটু ঘুমাবার।
আদর করে তারে কেউ ডাকে না ভাই,
জারজ ছেলে, কোন নাম ছিল না তাই।
২৬/১২/২০১৫