মনটাকে আজ দুই দিয়ে ভাগ করে দেখি
দুঃখে আসে জল, আনন্দে হাসি, একি?
ভালবাসায় টইটুম্বুর এক ভাগ তার,
তিল পরিমাণও বুঝি ধরবে না আর।
কত রকমের ভালবাসা দিয়েছে কতজন,
দেখে আত্মহারা তাই নেচে উঠে মন।
ছিল মায়ের মমতা, ছিল বোনের আদর,
ছিল সাফল্য, ছিল গুনীজনের কদর।
পাড়া পড়শি স্বজনের প্রশংসা ছিল কত,
স্বীয় গর্বে গর্বিত হয়ে মাথা নুয়াতাম শত।
ছিল প্রেমিকার প্রেম আর মিষ্টি সে হাসি
ওগুলো দেখে আবারো প্রেমের জোয়ারে ভাসি।
দেখে শিউরে উঠি, যে আরেক ভাগ ছিল,
পুড়ে হয়েছে ছাই, এমন আগুন কে ধরিয়ে দিল।
মনপোড়া গন্ধ আর কলিজা পোড়া ছাই,
পুরোপুরি ভরে গেছে তার বাকি আধাটাই।
আধাভাগ মনে এত কষ্ট যে কেমন করে ধরে,
কে পুড়াইল মন? জানতে পারলাম পরে।
যে ছিল মনের মধ্যে, সেই পুড়াইল মন
আপন হয়েছে পর আজ,পর হয়েছে আপন।
তোর জন্যে আজ আধা মন, দিলাম বিসর্জন,
বাকি আধাতেই সুখে থাকব, পরকে করে আপন।
আধামন স্বপ্নে বিভোর তার
বাকি আধামন যে কষ্টে পাথর,
মনটাকে তাই গুন দিয়ে দিলাম একদিন ভাগ
উত্তরমালায় উত্তর কই? দক্ষিণমালায় ছুটে যাক।
জলে কুমির আর ডাঙায় বাঘ, একি সর্বনাশ।
দক্ষিণে পেলাম সুখ খুজে, দক্ষিণেই করব বাস।