আকাশ ছেড়ে পাখিগুলি আজ বন্দি হলো খাঁচায়,
মিছেমিছি চেচামেচি কেউ নাহি তাদের বাঁচায়।
রঙবেরঙ এর নানা পাখি এক খাঁচাতে বাড়ী,
আদর করে কর্তা মশাই খাঁচায় পুরেছে হাড়ি।
রীতি মত পাখি গুলি সব কবেই ভুলেছে বন,
ফাঁদে পড়ে তাই কাঁদছে ওরা খারাপ করে মন।
সুখ গুলো সব কেড়ে নিলো মানুষ নামে হায়না,
খেয়াল খুশিতে গিন্নী মার পক্ষী পোষার বায়না।
থেমে গেছে ডানা মেলা,বন্ধ রয়েছে খাঁচার দ্বার,
কখনো বুঝি উড়বে না ওরা, মুক্তি পাবে না আর।
আগের দিনের অরন্য ভূমি, হয়ে গেছে উজাড়,
জীব গুলিও খাঁচায় দেখো,পাচ্ছে কেমন আহার।
বনের মাঝে আহার নাই লোহার খাঁচায় বেশ,
নতুন সাজে মুক্তি মিলিবে,জীবন হইলে শেষ।
২৪/১২/২০১৫