তুমি তো বৃদ্ধ নও, ঝুলেছে চামড়া আর বয়সের ভারে গাত্র,
ষাট-সত্তর নিয়ে ভাবছো, ওগুলো কেবল সংখ্যা মাত্র।
রক্তে আগুল জ্বালো,তুমি তারুণ্য ফিরে পাবে,
আজ হতে আগামীতে তুমিই মিছিলে যাবে।
হও অনির্বাণ বজ্রকণ্ঠে ধরো স্লোগান
মেহনতি মানুষের বিপদে হও আগুয়ান।
দমকা হাওয়ার মত ধরায় আসে নবীন যতবার,
অপরাধের কালো পাহাড় স্পর্শে তার হয় চুরমার।
পুড়ে হয় ছারখার যত দুনিয়ার যালিম-সীমার,
একবার নয় হয়েছে জয় তারুণ্যের হাজারবার।
কম্পিত ধরায় শোষকের পরাজয় হয়েছে কত,
জগতের অপরাধী যত হোক আজ মাথা নত।
নতুন সাঁজে ধরণী মাঝে যখন সে আসে,
বিদায় নেয় জরা মুক্তি পায় ধরা মাতে উল্লাসে।
ফলে-ফুলে ঘ্রাণ জেগে উঠে প্রাণ ধরায় এলে সে,
লন্ঠন হাতে অমাবস্যা রাতে পথ দেখায় যে।
কপোত উড়িয়ে শান্তির চাদর জড়িয়ে আসে তরুণ,
বিজয় নিশান হাতে এসে প্রভাতে করিবে বরণ।
১৯/০৬/২০১৫