তোকে ছুঁয়ে দেখতে মনে ইচ্ছে জেগেছে কতবার,
কাছে ঘেষতে ঘেষতে তবুও ছোঁয়া হয়নি,
লাজে মরেছি, হাত কেঁপেছে, হাঁটু কেঁপেছে,
ঠোঁট হয়ে গেছে নির্বাক,তবুও কালিমা মাখাই নি প্রেমে।
চোখ বুজে কতবার নিয়েছি তোর ঘ্রাণ,
তুই টেরও পাসনি হয়তো।
তোর চোখে চোখ রেখে বলে দিয়েছি সব,
তোর খোলা চুল আনমনে দেখেছি যে কতবার,
বাতাসে ধানের পাতার মত ওগুলো দুলতে থাকতো।
রসায়নের টিচারের মনে রস ছিল না একটুও,
বকুনি তে ধ্যান ভাঙতো আমার।
বন্ধুদের হেয়ালী পনায় তোর রাঙা মুখ,
আমার চোখে মুখে ছুড়ে দিত এক অবাধ সুখ।
তুই টের ও পাসনি হয়তো।
তোর নিমন্ত্রণ পেয়ে সেদিন, খুব দুঃসাহসী হয়ে উঠলাম,
টলতে টলতে আমার ডান হাত
তোর ডান গাল আলতো করে ছুঁয়ে দিল।
সেইদিনই প্রথম, সেইদিনই শেষ।
মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাত সরাতে বাধ্য হলাম,
সেদিনই বুঝেছিলাম, তোর প্রেমেই আমার মরণ।
কতটা সাহস সঞ্চয় করতে হয়েছিল সেদিন,
তুই টেরও পাসনি হয়তো।
আবারো হাঁটু কাঁপছে ভীষণ!!
কেন জানিস? তোকে নিয়ে এখন লিখছি তাই!!!
০৯/০৭/২০১৫