কবিতা ছিল ছন্দ ছিল না,
ফুল ছিল গন্ধ ছিল না।
ক্ষুধা ছিল খাদ্য ছিল না,
গান ছিল বাদ্য ছিল না।
চিঠি ছিল খাম ছিল না,
ঠিকানা ছিল নাম ছিল না।
ঢাল ছিল তলোয়ার ছিল না,
মাঠ ছিল খেলোয়াড় ছিল না।
প্রেমিকা ছিল প্রেম দিল না,
মন ছিল ধন ছিল না।
-
কথা ছিল ভাষা ছিল না,
হতাশা ছিল আশা ছিল না।
বৃক্ষ ছিল ফল ছিল না,
নদী ছিল জল ছিল না।
পিপাসা ছিল পানি ছিল না,
মান ছিল মানি ছিল না।
সাহস ছিল আস্থা ছিল না,
গতি ছিল রাস্তা ছিল না।
আমি ছিলাম তুমি ছিলে না,
তুমি আছো আমি থাকবো না!
-
যেটা থাকার সেটা নেই,
বুঝি না কখনো কি আছে কি নেই!
১১/০৭/২০১৫