অভিমানে অভিযোগে রাখিও অন্তরে
অনুরাগে আশীর্বাদে হৃদয় বন্দরে
কামনার বাসনার দোসর ধরায়
শীতলতা এনেদেবে চৈত্রের খরায়।
কল্পনায় প্রত্যাশায় গোপনে প্রণয়
অপেক্ষায় অভিপ্রায়ে ব্যাকুল হৃদয়
হতাশায় নিরাশায় নিভৃতে দর্শন
শিহরণে বাক্যবাণে করিবে বর্ষণ।

উপবাস বসবাস সীমিত সময়
একাকার করেছিল তোমাতে আমায়।
ঈশ্বরীয় আশীর্বাদ তোমার কল্যাণে
আপনাকে স্বাগতম অচেনা ভুবনে।
দিবালোকে অন্ধকারে রাখিও স্মরণে
বাস্তবিক অব্যাহতি ঘটিল মরণে।

                            ১৬/০৫/২০১৫