আমার মুখে উচ্চারিত হওয়া
প্রতিটা শব্দ যেন এক একটা কষ্ট।
একটা কথা ছুড়ে দেই তোমাদের মাঝে
একটা গোপন কষ্ট বেরিয়ে যায় বুক থেকে,
একটা দীর্ঘশ্বাস ফেলি মনের অজান্তে।
একটু হালকা লাগে নিজেকে,
অনবরত কষ্টগুলো ছুড়ে দিয়ে
শূন্য হয়ে যেতে পারতাম যদি।
সিগারেটের ধোয়ারা যেমন শূন্য!!!
শূন্য আকাশে যেমন মেঘের রাজ্যে হারিয়ে যায়।
যেখানে থাকবে না ঘনীভূত হয়ার তাড়া,
পাপ শূন্য হয়ে শুধুওই ভাসবো নীলে,
মেঘেদের মিটিং শেষে বজ্রপাত হয়ে
বোমা ফাটাবো আকাশে।
তিন ভুবনেই হবে আমার বাস।
এক্ষুনি যদি শেষ কথাও ছুড়ে দিতে পারতাম,
মানুষের সমস্ত কষ্ট কি শেষ হয় একদিন?
নাকি কিছু কথা থেকে যায় আজীবনের জন্য
বুকের কোন এক তলদেশে তালাবদ্ধ সিন্ধুকে,
যার চাবি এপারের কারোর কাছেই থাকে নয়া।
ভাষানটেক, মাটিকাটা
১৭/০৭/২০১৫