নেশার জগতে ডুব সাতার কেটে যাচ্ছি বারংবার,
নাকি জগতের নেশায় নাক উঁচিয়ে ফিরছি আবার।
আদিম হতে ছুটে চলেছি সমাজ সভ্যতার ভিড়ে,
লোকচক্ষু ফাঁকি দিয়ে বেঁচে যাচ্ছি অসভ্যতাকে ঘিরে।
ললাটিকায় স্পষ্ট ফুটে আছে মৃত্যুলোকের ছাপ,
ভয়ংকর চিহ্ন ললাটে এঁকে নিয়ে চলছে জীবনেতিবৃত্ত পরিমাপ।
ব্যাসবিহীন পথচলা আর পরিধিহীন এই জীবন বৃত্ত,
তৃষ্ণায় জল নয়তো নাড়ী পাকানো ক্ষুধায় আমি নৃশংস দুর্বৃত্ত,
ক্ষুধাকে একমাত্র সঙি করে খোদার অস্তিত্ব খুঁজে চলা,
বিড়ালতপস্বী হয়ে আবার করে যাই কত রকম ছলাকলা।
দিনের পর দিন চলে যায় আমার চলা থামে না,
চৈত্রের খরায় আধ পোঁড়া দেহ আর ঘামে না।
আমার আকাশে সাদা বকের মত মেঘ গুলি ভাসে না আর,
গন্ধ আর নাকে আসে না গাঁ থেকে চামাড়া পোঁড়ার।
১১/১১/২০১৫