আজ আবার দূরদেশে পাড়ি জমাবার ক্ষণে,
বারবার ফিরে দেখবার স্বাদ জাগে মনে।
স্বাদ ছিল সাধ্য নেই তবু পিছু ফিরবার,
দূর থেকে দেখে নিয়েছি তারে শেষবার।
বড়ই উদাসী বদন খানি তাহার
যেন কালো কালাহারি পাহাড়,
মুখে বলেনি কথা সে ভীষণ অভিমানে।
তবুও ফিরে দেখবার স্বাদ জাগে মনে।
আজি এই বিদায় বিষাদের ক্ষণ,
কেন দোটানার আগুনে পোড়ে মন।
অদ্ভুত চোখ তার শূন্যে অবাক দৃষ্টি,
জানি না আজ হয় কিবা অনাসৃষ্টি।
রঙ হারিয়ে বিবর্ণ সে চোখের জল,
ব্যাকুল হৃদয় বুঝি হবে না শীতল।
বুকের গভীর পোড়ে আজ বিচ্ছেদী আগুনে,
তবুও ফিরে দেখবার স্বাদ জাগে মনে।
রোজ পথপানে সজল নয়নে অপেক্ষায় থাকে তাকিয়ে,
নয়া বধু পৃথিবী দেখে অভিমানে মুখখানি বাঁকিয়ে।
প্রহর গুনে গুনে শেষে ফিরিবার কালে,
কুটুম চড়ুইও ডাকিছে আজ জারুলের ডালে।
পেঁচা মুখির মুখ জুড়ে আজ সে কি মুক্তার হাসি,
কেমন করে ভুলিবো আনিতে তার লাল বেনারসি।
বনিতা মোর, জড়ালে এ কিসের বাধনে,
বারবার ফিরে দেখবার স্বাদ জাগে মনে।
১১/১২/২০১৫