যে স্বাধীনতা মানে প্রতিহিংসায় জ্বলে
বঙ্গবন্ধুকে করে অপমান,
বীর উত্তমকে গালি দেয় রাজাকার বলে
শহীদ জিয়াকে করে অসম্মান।
যে স্বাধীনতা মানে ধ্বংসাত্মক রাজনীতি
এক নেতা দেয় আরেক নেতাকে গালি,
জন সমাবেশে বিরাজ করে ভীতি
পথচারী হয় রাজনীতির বলি।
যে স্বাধীনতা মানে রক্তের নদী
হানাহানি আর প্রতিশোধ,
পশুত্ব জেগে উঠে কে নেবে গদি
মরে যায় বিবেকবোধ।
যে স্বাধীনতা মানে চিৎকার আহাজারি
অসহায় মায়ের আর্তনাদ,
বোনের কান্নার রোলে হয় বাতাস ভারি
শত পরিবার হয় ধুলিসাৎ।
তবে সে স্বাধীনতা আমার চাই না!

যে স্বাধীনতা মানে প্রকাশ্যে দুর্নীতি
কালো টাকায় অন্ধ আইন,
বোমাবাজি, হরতাল-দুর্গতি
যেখানে সেখানে ফাটানো হয় কক্টেল-মাইন।
যে স্বাধীনতা মানে গদির লড়াই
কাগজ কলমে গণতন্ত্র,
নির্বিকারে ফাঁসির রায়
চলে সততার বিরুদ্ধে ষড়যন্ত্র।
যে স্বাধীনতা মানে ফায়দা লোটা আমলা
লুটেপুটে স্বদেশ ভোগ,
মন্দির প্যাগোডায় হামলা
সংখ্যা লঘুর ঘরে অগ্নিসংযোগ।
যে স্বাধীনতা মানে অবলার মুখ করুণ
অবৈধ ক্ষমতার অপব্যবহার,
গণ ধর্ষণের পরে খুন
ময়না তদন্তে অভিযোগ আত্মহত্যার।
তবে সে স্বাধীনতা আমার চাই না!

যে স্বাধীনতা মানে অবৈধ-হারাম
ঘুষের বিনিময়ে চাকুরী,
সুদে আসল তোলার তরে ঝরে ঘাম
চোরের নিরাপত্তা দেয় নৈশ প্রহরী।
যে স্বাধীনতা মানে জুলুম-অন্যায়
প্রশাসনের ভাষা হয় অকথ্য,
নিরীহর হাত বাধা পড়ে হাতকড়ায়
প্রকাশে বাধা পায় সত্য।
যে স্বাধীনতা মানে হয়রানি
আমজনতার উপর হয় অবিচার,
ইউনিফর্মে মোড়া সশস্ত্র বাহিনী
নিরপরাধী হয় আইনের শিকার।
যে স্বাধীনতা মানে অসৎ সীমান্ত রক্ষী
সোনার বাংলায় ঢোকে মাদক,
নেশাগ্রস্থ যুব সমাজ দেয় সাক্ষী
প্রকাশ্যে চাঁদা তোলে আইন রক্ষক।
তবে সে স্বাধীনতা আমার চাই না!!!

                         ০৮/১২/১৫