মোরে দিয়ে দাও এই নিখিল বিশ্ব
হে ভূস্বামী, আমি যে বড়ই নিঃস্ব।
দান করো মোরে সেই প্রাণোধণ,
যেন খুলিয়া যায় মোর জ্ঞান নয়ন।
দুনিয়া দেখিবো আমি চর্ম চক্ষুতে নয়,
আখি দুটি শুধু যেন কাঁদিবার তরে রয়।
মোর কণ্ঠে তুমি আশীর্বাদ করো দান,
গান শুনিয়া যেন জুড়ায় দুখীর প্রাণ।
মোর বাহুবল তুমি ইস্পাত করে দাও,
যেন বাঁচাইতে পারি দুর্বলের গাও।
সে প্রদীপ জ্বালাইয়া দাও মোর অন্তরে
আলোতে যেন আনিতে পারি মন্দরে।
দাও মোরে অসীম সাহসের একাংশ,
যালিমেরে যেন করিতে পারি ধ্বংস।
হে প্রভু, ভুল ত্রুটি মোর কর মার্জনা,
তোমা কৃপা চাই এ মোর অন্তিম প্রার্থনা।
                       18/11/2015