সময়ের টানে জীবনই কেবল জানে
পথ হারানোর মূল্য কত,
ভুলের মাঝে পাপ আর কিছু অভিশাপ
মাথার চুল লম্বা হয় যত,
স্মৃতির পাতায় বিদীর্ণ মনের খাতায়
ছোট বড় অসংখ্য ক্ষত।
পরিচর্যার অভাব নষ্ট হওয়া স্বভাব
কিছুই নেই ভালোবাসার মত,
মন্থর গতি কিংবা করুণ পরিণতি
তবু করিনি আজো মাথা নত।
ডরে মুখ গুজি কেন তারে খুঁজি
শনির আখড়া, ভূতের গলি
মৃদু আলো তারে আজো বাসি ভালো
দ্বীপশিখা হয়ে আঁধারেই জ্বলি।
জানা অজানা ভুল ঝরে পড়ে কত ফুল
শুকিয়ে যায় মধু বসে না অলি।
যদি না পাই তারে ভালোবাসি যারে
একটাই রাস্তা তবু উল্টো চলি।
অচেনা ভয় সত্যটা কেন এত বিশ্রী হয়
সত্য লুকিয়ে তাই মিথ্যাটাই বলি।
15/08/2015
মধ্যপাইক পাড়া