আমারি স্পর্শে কলি থেকে ফুটেছিল যে ফুল,
ভালো না বেসে তারে, খুব করেছিলাম ভুল।
ভুল ক্ষণে রাঙিয়ে তারে মেলেছি তার পুষ্পদল,
পরাগের রেণু হাতে মেখে তারে করেছি দুর্বল।
স্বেচ্ছায় যেদিন সুশোভিত করেছিল বুঝি নাই তার কদর,
আজি কেন হারিয়ে তারে জ্বলে পুড়ে ছাই হয় অন্তর।
একটিবার সুযোগ পেলে সুধরে নিতাম যত ছিল ভুল,
জীবনের বৃক্ষে সে যেন কেবলই ঝরে পড়া এক ফুল।
পুষ্পময় সে বৃক্ষ, আজো ফোটে রঙিন পাপড়ি তার,
আমি অভাগা মালী এক,নেই পরিচর্যার অধিকার।
কোন কাননের ফুল ছিল সে? তার পথ গেছি ভুলে,
কালের স্রোতে হারিয়ে আজ ভিড়িতে পারি না কূলে।
সে ফুল আজো গন্ধ বিলাইয়া উঠে পূজার ডালায়,
আমার উপর এত অভিমান তার দেখা মাত্রই পালায়।
অবাধ্য মনের টানে যদি কভু ফিরে আসি প্রিয়,
চাইবো না কিছুই সেদিন, শুধু একটুখানি সুবাস নিতে দিও।
অভিমানে কত কাল আর আড়ালে লুকাইবে জানা নাই,
মোর সমাধির তরে যেন সে ফুলের তোরা খানি পাই।
22/08/2015