ধোঁয়াটে আকাশে বিদঘুটে রঙ মিশিয়ে,
একাকার হয়ে হারাই,
ঘোলাটে মেঘের গায়ে রঙধনু এঁকে দিয়ে
সম্ভাবনায় হাত বাড়াই।
রাতের গভীরতা গাঢ় হলে ঘুমের দেশে,
দুঃস্বপ্নকে করি পুঁজি,
নীল রঙ নীলিমায় ছুড়ে, মুর্দার বেশে
না পেয়ে দুচোখ বুজি।
ব্যর্থতার গন্ধে বিভোর কান্নায় উন্মাদ
দুচোখ মুক্তি খোঁজে,
লোকালয় ছেড়ে গহীন বনে চলে অবাধ
আঁধারে মুখ গোঁজে।
কান্নাগুলি হাসিতে খুঁজে পায় সুখ শেষে,
গ্লানিবোধ মূর্ছা গেলে,
সকল ব্যর্থতা আমার স্বার্থক হয়, হেসে
তুই একবার কাছে এলে।।

ব্যস্ত শহরে সুস্থ শরীর অলস সময়
বৃষ্টি ঝরে ছাদে,
সুখ ভেসে যায় খেয়ালি ঝড়ো হাওয়ায়,
চোখ দুটি কাঁদে।
ভাবনার হলো ছুটি,থামেনা খুনসুটি
রক্তগোলাপ নীল হয়ে যায়।
অনাহারে রুটি, এগিয়ে যাই গুটিগুটি
ক্লান্তদেহ ক্ষুৎপিপাসা হারায়।
ঘূর্ণিপাকে ঘুরে ঘুরে, দুর্বিপাকের মোড়ে
থেমে থেমে হয় গতিরোধ।
স্বভাব নষ্ট হয় নিমেষেই অভাবের ঝড়ে,
ঘুমে কাতর বিবেকবোধ।
নিত্যদিনই হেরে যাই বদভ্যাসের কাছে,
মালা দেই পরাজয়ের গলে,
সকল ব্যর্থতা আমার স্বার্থক হয়, পাশে
তুই একবার ঘেঁষে দাড়ালে।

০৭/০৬/২০১৫
হাতিরঝিল, মগবাজার