অন্ধকারে মুখোমুখি-চোখচোখি,
একটা পলক ফেলার অপেক্ষায় কাটিয়ে দেওয়া শীতঋতুর মতন।
প্রকৃতি হারাতে থাকবে তার সবুজ শ্যামল যৌবন,
পত্রবৃষ্টি হবে ধরায়, শেষরাতে থরথর করে কাঁপবে ইহলোক,
রক্ত জমে যাবে প্রত্যেক আঙুলের ডগায়।
অবশ হয়ে পড়ে রবে অক্ষিকোটরে শান্তশিষ্ট দুটি চোখ।
প্রকৃতি ডাক এসে হানা দিয়ে যাবে গোপনে,
অলসতা কব্জা করে নেবে শরীরের প্রতিটি কোষ।
আমার পরাজয় হবে ধীরে নীরবে,
পরাজয় বরণ উদযাপনে অংশ নেবে প্রিয় বৃক্ষ আতা।
ঝরে পড়বে সব অনেক অভিমানে!!!
ঝরে পড়বে তোতা-ময়নার গাঁ থেকে কিছু নরম পালক,
ঝরে পড়বে প্রিয় গাছটার পাশাপাশি দুটি পাতা।
নেড়া গাছটির দিকে তাকিয়ে থাকব বসন্তের অপেক্ষায়।
কিংবা রোদের আশায় কোন কোনদিন সকাল গড়াবে সন্ধ্যে নামবে মত্তলোকে।
পৃথিবী বাধ্য হয়ে অচেনার কাছে মেনে নেবে পরাজয়।
কালোরঙ গ্রাস করে নেবে চিরচেনা পথঘাট,
আহত কোকিলের গান থেমে যাবে হঠাৎ হঠাৎ,
কর্ণপটে পৌঁছাবে না শীতকাতুরে দুস্থের ক্ষীণ আর্তনাদ।
পড়ে রবে শুধু অন্ধকারে মুখোমুখি ভাবলেশহীন কিছু বিবর্ণ মুহূর্ত।
                                            ১০/১১/২০১৫