সস্তা মানুষ আমি সস্তায় বিক্রি হই
সস্তায় পেলে আবার বস্তা ভরে লই,
সস্তার হাটে এসে সস্তা জিনিস খুজি
সস্তা রুচিতে আমি সস্তাটাই ভাল বুঝি।
সস্তায় নেই আমি মস্ত বড় ঝুকি
সস্তার করুণ অবস্থাতেও আমি সুখি,
সস্তায় খুঁজি আমি হারিয়ে যাওয়া মুখ
সস্তাতেই আবার কখনো পেতে দেই বুক।
সস্তায় বেচি তোমায় নিয়ে লেখা কোন কবিতা,
সস্তায় বিলিয়ে দেই কষ্টকরে আঁকা তোমার ছবিটা।
সস্তা ভালবাসা সস্তায় তুলে দেই অন্যের হাতে,
সস্তা জীবনে এসে,পাছে প্রমিকা কষ্ট না পায় যাতে।
সস্তা কিছু শব্দ বুনে সস্তা কথা লেখি
সস্তা রাতের ঘুমে সস্তা স্বপ্নই দেখি,
সস্তা শীল্পি কিংবা কোন সস্তা কবি আমি
সস্তার মাঝেও ওগুলোই যে আমার কাছে দামি।
সস্তায় হাসি, সস্তায় কাঁদি, সস্তা চোখের জল
সস্তা ওষুধে সারে না অসুখ, রয়ে যাই দুর্বল।
সস্তা কলমের কালি, সস্তা মুখের বুলি
সস্তায় দুঃখ পেয়ে সস্তাতেই তাহা ভুলি।
সস্তা গায়ের পোশাক, সস্তা ঘরে বাস
সস্তাতেই মেনে নেই সবার উপহাস।
সস্তায় মাথা নুয়াই সস্তাতেই করি আপোষ,
সস্তায় হারিয়ে সব সস্তাতেই যেন সকল আপসোস।
সস্তা রেস্তরাঁয় বাহারি সস্তা খাবার,
সস্তায় ক্ষিধে মিটিয়ে যুদ্ধে নামি আবার।
সস্তায় বিলাই শ্রম, সস্তাতেই ঝরাই ঘাম
সস্তাই যেন আমার জীবনের আরেক নাম।
সস্তায় বলি মিথ্যা, সস্তায় গোপন করি সত্যি
সস্তার যত বস্তা পঁচা কথায় মিথ্যা নেই এক রত্তি।
সস্তার জন্য সংগ্রাম সস্তায় গলায় নেই ফাঁস,
সস্তার মধ্যেই বুঝি নিহিত রয়েছে আমার সর্বনাশ।
30/05/2015