সাধনায় তপসায় বিরাট পুরুষ
অন্বেষণে নিমজ্জিত হইয়া বেহুশ,
কুঁজবনে নিকেতনে পাহাড়ে পর্বতে
মরুভূমি জনশূন্য অঁচল সর্বতে।
অন্তরীক্ষে পারাবারে ঘুরিয়া ফিরিয়া
অবসন্ন জীবাধারে ভুবন চিরিয়া,
হতোদ্যম পরিণতি ঝাপসা নয়নে
পরিশেষে আগমন বিষণ্ণ বদনে।
দিশাহীন মধ্যপথে অরুচি আহারে
সচেতন অনুযোগে নাপেয়ে তাহারে।
ত্রুটিহীন খোঁজাখুঁজি উদ্দেশ্য ইতিতে
ঈশ্বরীয় বার্তারূপে পৌছাল মতিতে।
স্বীয়দেহে আপনার অন্তর যেথায়
নিরাকার দেবতার আবাস সেথায়।
১৯/০৫/২০১৫