অপরাধ বোধ রাগ করে ঘুমের ভান ধরেছে,
চোখ মেললেই যেন তন্দ্রা কেঁটে যাবে।
নির্বিকারে তাই অপরাধ করে যাই।
প্রিয়তমার অভিমানী মুখ দেখার অপেক্ষায় শত যুগ,
নিদ্রিত মন হিসেব কষে,
ভুল গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিবার।
একই ভুল রোজ করে যাই বারবার,
প্রিয়তমার অভিমানী মুখ দেখবো বলে।
লাল বলের মত এক জোড়া গোল চোখ,
চোখ ভরা কথা নিয়ে আধানিদ্রা আর আধাতন্দ্রায় সময় কাটায়।
অপরাধ বোধ তখন ঘুমে বিভোর,
অপরাধ সাম্রাজ্যের তালিকায় নাম উঠে আসে প্রথম সারিতে।
অপরাধের নেশায় মগ্ন হৃদয়,
অপরাধ, সুখের পরশ বুলায় নগ্নাট শরীরের গাঁটে।
আদিম থেকে আদিমতম কোন খেলায় ডুবে যায় পালছেড়া দেহতরী।
ভয়ংকর অপরাধ করে, লাল চোখে কতবার দেখছি,
কতবার দেখেছি আমি প্রিয়তমার সেই অভিমানী মুখ।
সব অপরাধ আমার তখন ভেঙে টুকরো টুকরো হয়ে যেত।
মুছে যেত অপরাধের চিহ্ন,
সেকেন্ডে সেকেন্ডে জন্ম নিতো মৃতপুত্র , খুন হয়ে যেতো চোখের দৃষ্টিতে,
তখন ঘুমিয়ে পড়তো অপরাধ বোধ।
প্রিয়তমার অভিমানী মুখ দেখার উন্মাদনায়,
করে গেছি কত অযুত নিযুত অপরাধ।
সেই অভিমানী মুখ আর দেখতে পাই না আজ,
কোন অপরাধে দূরত্ব বেড়েছে সীমাহীন,
আজও অজানাই রয়ে গেল।
এরপর কত করে গেছি অপরাধ, দূরত্ব কমেনি এক চিলতেও।
তবুও চোখ মেলে তন্দ্রা কাটিয়ে সেই অভিমানী মুখ দেখার অপেক্ষায়।
শেষ ইচ্ছেপত্র ছুড়ে দিতে ইচ্ছে করে অপরাধের মুখে।
প্রিয়তমা অভিমানী চোখে পড়ুক সেই চিরকুট।
শেষ অপরাধ শেষ হবার পূর্বে বুঝি,
এই ঘুমের ঘোর কাটবে না আর।
04/09/2015