হতে পারে, আপনার ভালোবাসাও
পাকতে শুরু করেছে।
অথবা, বুক বোতাম খুলে
শরীরের ঘাম মুছছে
প্রেমিকের রুমালে।
এ বছর গরমে, শুনলম
স্কুল পড়ুয়া বালকটিও নাকি
পাকা প্রেমিক হয়ে উঠেছে।

২১/০৫/২০১৭
হাতিরঝিল, মগবাজার।