যারা সিঙ্গেল তাদের কাছে যাবেন না,
আরো যাবেন না, যারা বসে বসে ঝিমাচ্ছে-
এবং যারা পথচারী ধীরেসুস্থে-দ্রুত ছুটছে,
কিংবা যাদের কাছে খুচরা থাকে না।
হ্যাঁ, আপনাকে মুখ দেখেই বুঝে নিতে হবে-
চিনে নিতে হবে এখানেও বন্দি কারা
অথবা আপনার সমগোত্রীয় যারা।
আরো বুঝতে হবে মানুষের সাইকোলজি,
চোখের দিকে তাকিয়ে পড়তে হবে ভিতরটা।
পোশাক দেখেই আন্দাজ করতে হবে-
কার কাছে কত আছে; তবেই না আপনি
একজন আদর্শ ভিক্ষুক হতে পারবেন।
০৬/০৭/২০১৭
টিএসসি, শাহবাগ।