তারপর একদিন
গাছেদের পাশে গাছ হয়ে
দাঁড়িয়ে গেলাম;
লতারা চিনে ফেললো-
আমি বৃক্ষ নই।
শুধু মানুষেরা চিনলো না মানুষ,
তাই আজ আমি আপনার হাতে
কাগজের বই।

১২/০৬/২০১৭
আমবাগান, মগবাজার।