বুকের দুই পাশে এবং উপরে
যথাক্রমে টিনের বেড়া ও চাল,
ডানপাশে চলে সেলাই মেশিন।
মাঝরাতে চালের উপর ঝরে
আম গাছটির শুকনো পাতা আর ডাল।
ফাইটার মোরগটির নাম ছিল রক,
রকের প্রেমিকা রোজি।
বাড়ি পাহারা দিতো,
জ্যাক নামের একটি সঙ্গীহীন কুকুর।
মনের মধ্যখানে প্রেমিকার ঘর,
আদর করে তাকে ডাকা হতো 'বাবু'।
বাবু এখন ডুমুরের ফুল,
আর আমি নাটাইহীন ঘুড়ি।
এখন আমাদের নীড় লাগে না।

২৯/০৩/২০১৭
হাতিরঝিল, মগবাজার।