বাংলা একাডেমি থেকে টাকা উত্তোলন ফরজ;
পকেটটা গড়ের মাঠ হয়ে আছে তার।
অফিসের ইঁদুরগুলি বড্ড সাহসী হয়ে উঠেছে,
আজকেই সব নেংটি-ধাড়ি গুনেগুনে ধরবো।
সেন্ট্রাল রোড থেকে নতুন টেবিল আনয়ন,
অফিস ঘরের শোভাবর্ধণে বেশ কাজে দেবে।
ঢাকা কলেজের প্রিন্সিপালও গুরুত্বহীন নন,
তাহার সহিত ব্যবসায়িক আলাপ আছে।
হাতির রোডে মুমূর্ষু কম্পিউটারের চিকিৎসা হয়,
হার্ডওয়ারের হার্ট এটাক নাকি সেরিব্রাল স্টোক-
ঠিক বোঝা যাচ্ছে না, গিয়ে বুঝতে হবে।
দরজার ওপাশে কে? আরে, কথা বলছেন না কেন?
দেখতে হলে ডোর ভিউ ফাইন্ডার বসানো দরকার।
চোঙাকৃতি কাচের বোতলে সাপটার গরম লাগে,
বিনা নোটিশে একুরিয়ামে ট্রান্সফার করা জরুরী,
পুঁটি-মলা-ঢেলা জাতীয় মাছ সে ভালো খায়।
গ্যাস ও বিদ্যুৎ বিল জমা দেওয়ার শেষদিন,
সময়মত না দিলে নির্দিষ্ট হারে জরিমানা হবে,
এজন্য বাংলা একাডেমিকে দায়ি করা যাবে না।
০২/০৮/২০১৭
বাংলামটর, ঢাকা।