রৌদ্রজ্জ্বল দিন তবু কেমন শীত শীত;
ঘৃণা পান করি- কাছে আসো পেয়ালা
ঠোঁটে ঠোঁট রেখে ভুলি সব অতীত
প্রসারিত করো আজ উদ্বেগের ডালা।
শালদুধের মতো ঘন- প্রেমিকার ঘৃণা
আর জিহবাহীন এসব রাত দিনের স্বাদ
প্রথমবারের মতোই কষটা লাগে কিনা
টাকিলার গ্লাসে দিলাম তাই বরফের বাধ।
আমার এ সহজ সরল ঘুম, নিষ্পাপ বনে
প্রশান্ত যখন স্বপ্নে ঝলসানো রক্ত চোখ
পাতার ভেতর সবুজ হয়ে উঠি সঙ্গোপনে
আগাগোড়া মোড়া থাক রাজকীয় শোক।
সন্দেহের দেহে শুয়ে কাটুক চেতনার দিন
বাহিরে অন্য চেহারা, আমাকে চিনে নিন।
।।
০২/০৩/২০১৯
হাতিরঝিল, মগবাজার