তিরিশ মিনিটে আজ তিন দিন পাই,
সুযোগ পেলেই তাই ফাঁকি দিয়ে যাই।
নিজেকেই ঘুরে দেখি ফিরে জগতটা,
ঘুরে ফিরে খালি হাতড়াই পকেটটা।
চোখ মেলে দেখি শ্লীলেও আছে অশ্লীল,
জল চোখে হাসি পায় পেটে লাগে খিল।
অপ্রেম আসে প্রেমিক হাতে নিয়ে ফুল,
বুড়ি প্রেমিকা ইয়ারকিতে মশগুল।
আসে ঝড় ভাঙে ঘর, স্বপ্ন যায় রয়ে
স্বপ্নের চাষ হয়, জীবন যায় ক্ষয়ে।
আমারো লাগে তোমারো, হাজিরাটা আগে
প্রকৃতিরও ভাঙে ঘুম, ক্ষুধাও লাগে।
ঘর খায় বর খায় ডর দিয়ে যায়,
নির্বাক চোখ খোঁজে পালাবার উপায়।
তিরিশে মাস বলে তিরিশ লাখ প্রাণ,
পথে হেটে আজো পাই শিশুটার ঘ্রাণ।
২৭/০৮/১৬