এই শহরের মোড়ে মোড়ে খুঁজে দেখুন,
কোথায় কোথায় লুকিয়ে আছে আমার রাতগুলো।
বিশ্বাস করুণ, বিছানায় একটিও পাবেন না।
দেখবেন কোনোটা হয়তো মন খারাপ করে
উঁচু দেয়ালে পা তুলে বসে আছে,
নয়তো, দেখবেন যানবাহনের চাকার সাথে
পথে পথে ঘুরছে।
আবার কোনটা হয়তো দেখবেন
অফিসঘরে চেয়ার টেবিলে বসে
টুকরোটুকরো জীবনকে একসাথে জুড়ে,
একটি পূর্ণদৈর্ঘ্য চলমান জীবন তৈরি করছে।
আমার রাতগুলো ভাঙা-গড়ার খেলায় ভিষণ ব্যস্ত।
১১/০৬/২০১৫
হাতিরঝিল, মগবাজার।