চাকায় ভর করে ছুটে গেলো আলো
ধোয়ারা আকাশে কুণ্ডলী পাকালো
মুখ থেকে বেরিয়ে; বাক হলো স্বাধীন
এইযে সভ্যরাত- গুলিয়ে নিলেই দিন।
আর দুপুর দুপুর ভান করলেই- ঘাম
আরেকটু গভীর গেলে, অন্ধকারে কাম।
ঘোষণা দিলে গাছেরা হাসে- পাতায়
দুয়েকটা বসন্ত এমন করেও মাতায়।
সাপ দেখে প্রেমিকা যখন চমকালো
ইত্যাদি ক'রে উঠান ঝাড়ু দেয়া ভালো।
পথের দিকে পথ; সাপের দিকে সাপ
বলি- গর্তে লুকিয়ে ফেলাই তো পাপ!
গুহাবাসী পূর্বপুরুষ তপস্বী ছিলো বটে
পাপের কথা স্বীকার করলো অকপটে।
সেইযে জ্বালা আর সন্দেহ ভরা গাও
ক্রিয়া শেষে সব কোথায় হলো উধাও!
।।
আমবাগান, মগবাজার
২৩/০৫/২০১৯