প্রতিক্ষায় একটি কবিতা- চায়ের কাপে
ভালোবাসা নিয়ে সে কোথায় যাবে- প্রেমিকা?
সে তো চলে যাবে কষ্ট নিয়ে- নিতান্তই একা
মনে মনে, নির্বাসনে-
নিঃশেষ হয়ে যাবার জন্য তিলে তিলে।
হয়তো, তুমি তাকে ভালোই বেসেছিলে।
.
নিজেকে- নিজের আড়ালে
সেদিন সকাল থেকে এমনটাই বুঝিয়ে গেলে
সাংসারিক কাজ-কর্মের ফাঁকে একলা পেলে-
এই যে সহজ-সরল বোকা ধরনের দুপুর,
মুহুর্মুহু উদাসীনা বিকেল- চালাক-চতুর
সন্ধ্যা। তারপর রাত, হা-পিত্তেস আর অবসাদ
এসব বানোয়াট, কামুক পুরুষের পাতা ফাঁদ।
সাতপাঁচ ভেবে শেষে নিজেকে গুটিয়ে নিলে।
হয়তো, তুমি তাকে ভালোই বেসেছিলে।
.
সুন্দর মেখে গালে-
প্রজাপতি তুমি পর্দার আবডালে,
ধরো, সন্তপর্ণে বারান্দায় কোনো একদিন
এসব ভাববে না আর, এই ভেবেই দাঁড়ালে।
সাবধানী তুমি। হঠাৎই তোমার আঙুল-
চায়ের কাপে, কার কথা যেন ভেবে তারপর
অনিচ্ছাবশতই ধরো, হয়ে গেলো সেই ভুল
এবং চিনি মাপতেই তুমি চায়ে চুমুক দিলে।
হয়তো, তুমি তাকে ভালোই বেসেছিলে।
।।
তুষার অপু
২৭ এপ্রিল ২০২০
মহাখালি, ঢাকা।