তারপর দুই টান দিয়েই সিদ্ধান্ত নিয়ে নিলাম-
দোটানায় আর থাকা যাবে না।
অন্য কোথাও চলে যাবো; ধীরেসুস্থে ঠান্ডা মাথায়।
বোকারা কিছুতেই বোঝে না;
তাড়াহুড়া কমানো মানেই ঝিমিয়ে যাওয়া নয়।
তাই সিদ্ধান্ত নিয়েছি- এবার বোকাদের কাছে যাবো না,
আবার চানুষ মানে চালাক মানুষের কাছেও নয়।
যাবো, যাদের কাছে খালি হাতেই যাওয়া যায়-
কিন্তু না, খালি হাতেও যাবো না,
তাই বলে আবার পকেটে ভরেও নয়।
কিছু একটা থাকবে, দরকারি;
আবার অদরকারিও হতে পারে।
কাউকে কিছু না বলে গেলেও হয়-
তবে হাল্কা টাচ দিয়ে যাবো; ঠিকানা দেবো না।
হাই সোসাইটি থেকে বেরিয়ে সোজা- ডানেও যেতে পারি
আবার বামেও যেতে পারি; সিদ্ধান্ত ফাইনাল।
যেদিকেই যাই, উমহু! দোটানায় আর থাকা যাবে না।

২৬/০৭/২০১৮
হাতিরঝিল, মগবাজার