তিনি তাঁকে মনেমনে মনে করার জন্য
আমাকে একটি মর্মান্তিক মন,
জাগতিক সকল বিস্ময় দেখার জন্য
জল ভর্তি পুকুরের মত দুটি চোখ,
সুমধুর বা বিরক্তিকর সুর শোনার জন্য
শামুকের মত প্যাচানো দুটি কান,
সকল প্রকার ভালোমন্দ গন্ধ শুঁকার জন্য
মিনারের মত সুউচ্চ একটি মসৃণ নাক,
প্রেমিকাকে স্পর্শের স্বাদ গ্রহণ করার জন্য
পাঁচ আঙ্গুল বিশিষ্ট দুটি হাত দিয়ে দিলেন;
অথচ নিজের পায়ে দাঁড়াবার জন্য
শক্ত দুটি পা দিলেন না।
লোকটির কথা শুনে চরম অনিচ্ছা থাকা সত্ত্বেও
আমার পা দুটি তাকে বিনা শর্তে দিয়ে দিলাম।
হাতিরঝিল,ঢাকা
২৬/০৭/২০১৭