কারণে-অকারণে,
সব সময়, যে কোন সময়
জল ঝরতে পারে,
মনে পড়তে পারে,
চোখে পড়তে পারে,
সামনে-পিছনে, কাছে-দূরে,
আস্তে-জোরে, রাতে-ভোরে,
মুখ থুবড়ে পড়তে পারে মানবতা।
আপনার কাঁদা নিষেধ।
কাঁদলে জল ঝরতে পারে,
পাতা ঝরতে পারে,
বৃষ্টি ঝরতে পারে,
পাখির পালক, বুকের লোম,
চাঁদের আলো, কম্বলের পশম,
অকালে ঝরতে পারে পথশিশু।
আপনার কিচ্ছু করার নেই।
মনে রাখবেন আপনি
এখানে একজন দর্শক,
শুধু দেখবেন আর
হাতে তালি পেটাবেন।
১১/০৫/২০১৭
হাতিরঝিল, মগবাজার।