দিন চলে গেলে যা হয়,
আবার ঘুমাবার বন্দোবস্ত করি,
ভোর হয়, বিছানা ছেড়ে উঠে পড়ি।
ঘুম ভালো হলে যা হয়,
আবার কাজের ভেতর বুদ হই,
খোশমেজাজে সারাদিন হৈ চৈ।
আরেকটি দিন চলে যায়।
আর এভাবে দিন গেলে যা হয়...
বয়সের শিকলে পা পড়ে বাঁধা,
এক ভোরে দেখি কালো চুল সাদা।
চুল সাদা হলে যা হয়,
সবাই বলে লোকটার দিন চলে গ্যাছে।

১৯/০৫/২০১৭
হাতিরঝিল, মগবাজার।