মরা মাছকে ঘিরে ভনভন সিম্পফনি-
দু’হাত নেড়ে জেলে- মাছি খেদায়।
পরাহত কেউ মোজার্ট শুনছে- মাছি উড়ছে
সামুদ্রিক মাছি- আর দেশি মরা মাছ-
গুদামে পচনশীল কূটনীতিকোষ,
টাকটা গন্ধ, আমিষ ভাসছে বাতাসে।
বাতাসে ভাসছে ভাষণ, স্বল্পাযু আমাদেয়ুস।
বেবোধের বাইবেলে এসব কথা নেই
বেঁচে নেই বেদুঈন, সে এক ক্লান্তিময় তাপস,
আর চেতনা আমাদের ঘরের দুয়ারে বিছানো
তাতে পা মুছি রোজ, ওটা মখমলি পাপোশ।
থতমত খাই দুবেলা- জানি নুনে হাইপ্রেসার
তারপর বিরক্তে হিমোগ্লোবিন বাড়াতে
ওনারা সুগন্ধি গলায় যেসব কথা বলেন-
তা অনেকটাই এখন এমন শোনায়-
বেওয়ারিশদের- কবিরা করেছে গণতন্ত্র।
।।
৩০/০৯/২০১৯
হাতিরপুল, ঢাকা