বা হাতের একটা চুড়ি খুলে ডান হাতে রাখুন,
ওটা হচ্ছে শুন্য।
এখন ডান পায়ের তলায় হাত দিন।
বুড়ো আঙুল থেকে গোড়ালি পর্যন্ত হচ্ছে এক।
খোপা থেকে কাকড়াটা খুলে হাতে নিন।
ওটার অর্ধেক হচ্ছে দুই, আর গলার হার তিন।
দুটি চুড়ি গায়ে গায়ে মিশিয়ে রাখলেই চার।
কানটাকে ঘুরিয়ে দিলে পাঁচ,
আর পাঁচের উপরে ফাঁকা থাকলে ছয়।
এবার আঙুলগুলো মুঠি করে হাতটা উপরে তুলুন।
হ্যাঁ, মুঠি থেকে কনুই অব্দি হচ্ছে সাত।
রঙধনুর আবার সাত রং-
সংক্ষেপে, বে নি আ স হ ক লা।
এবার সে জিজ্ঞেস করলো, আচ্ছা রং কিসের মতো?
আমি অন্ধ মেয়েটাকে কিছু দিয়েই আর
রংগুলো বোঝাতে পারলাম না।
১০/০৭/২০১৭
হাতিরঝিল, মগবাজার।